খোকাকে শেষবারের মতো দেখার জন্য  শহীদ মিনারে মানুষের ঢল

প্রকাশিত: 07/11/2019

নিজস্ব প্রতিবেদন

খোকাকে শেষবারের মতো দেখার জন্য  শহীদ মিনারে মানুষের ঢল

খোকাকে শেষবারের মতো দেখার জন্য  শহীদ মিনারে মানুষের ঢল

বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন তাকে । এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন।

এর আগে বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনের সামনে খোকার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়ছে। জানাজায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন । পরে মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।

খোকার লাশ আজ সকাল ৮টা ২৮ মিনিটে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। খোকার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী বিএনপির নেতা মির্জা আব্বাস ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তার মরদেহ গ্রহণ করেন।বিমানবন্দর থেকে খোকার মরদেহ নেওয়া হয় জাতীয় সংসদ ভবনে । সেখানে বেলা ১১টায় তার জানাজা হয়।

আরও পড়ুন

×