ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান , প্রধানমন্ত্রী ।

প্রকাশিত: 09/11/2019

নিজস্ব প্রতিবেদন

ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান , প্রধানমন্ত্রী ।

ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান , প্রধানমন্ত্রী ।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শ্রমিক লীগের ১৩তম কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই ঘূর্ণিঝড় মোকবিলা করতে এবং জনগণের সুরক্ষা দিতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। কারো কোনো রকম অসুবিধা বা ক্ষতি না হয় সেই দিক ভেবে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান । তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়ের পরপরই ত্রাণ দেওয়ার কার্যক্রম পরিচালনা করার প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। ঘূর্ণিঝড়টি যাতে ব্যাপক ধ্বংসাত্মক না হয়ে ওঠে সেজন্য সবাইকে সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 

ঘূর্ণিঝড়টির সর্বশেষ অবস্থা আছে মোংলা বন্দর থেকে ২৮০ কিলোমিটারের মধ্যে চলে আসছে। এর অভ্যন্তরীণ ঝড়ের গতিবেগ ১৪০ থেকে ১৫০ কিলোমিটার। এটা ১৫ থেকে ২০ কিলোমিটার গতিতে এগিয়ে আসছে। সেই হিসেবে আমরা ধারণা করেছি রাত ৮টার থেকে মধ্য রাতের মধ্যে আমাদের উপকূলীয় অঞ্চলে আঘাত করবে।’

আরও পড়ুন

×