সব সেক্টর থেকে দূর্নীতিবাজদের বের করা হবে : ওবায়দুল কাদের । 

প্রকাশিত: 11/11/2019

নিজস্ব প্রতিবেদন

সব সেক্টর থেকে দূর্নীতিবাজদের বের করা হবে : ওবায়দুল কাদের । 

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন ,দুর্ণীতবাজদের বের করা হবে ।
 

ওবায়দুল কাদের বলেন, চাঁদাবাজরা, মাদক ব্যবসায়ীরা, লুটেরারা, সন্ত্রাসীরা, দুর্নীতিবাজরা সাবধান। এদের ঠাঁই নেই শেখ হাসিনার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে। ক্ষমতা চিরস্থায়ী নয় উল্লেখ করে কাদের বলেন,‘ ক্ষমতার দাপট দেখাবেন না কেউ। বসন্তের কোকিলদের এনে দল ভারী করার চেষ্টা করবেন না। দুঃসময়ের কর্মী চাই, বসন্তের কোকিল চাই না।’


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের দলে পরিমাণগত ব্যাপকতার কমতি নেই। সংখ্যায় আমাদের কর্মীর অভাব নেই। সমর্থকের অভাব নেই। আমাদের পার্টিতে দূষিত রক্ত আমরা আর চাই না। এই দূষিত রক্ত বের করে দিতে হবে। বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে। অশুদ্ধকে শুদ্ধ করতে হবে।’

সব সেক্টরে দুর্নীতিবাজ লোকদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন , ‘নিজের ঘর থেকে শেখ হাসিনা শুদ্ধি অভিযানের সূচনা করেছেন। অন্যান্য দলেও অনেকে বড় বড় কথা বলছেন। খোঁজ নেওয়া হচ্ছে, দুর্নীতি করে কাদের আঙুল ফুলে কলা গাছ হয়েছে। খোঁজ নেওয়া হবে প্রশাসনে কারা দুর্নীতিবাজ। সব সেক্টরে খারাপ লোকদের খুঁজে বের করা হবে।

আগামী ১৬ নভেম্বর সংগঠনের কেন্দ্রীয় সম্মেলনের দিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানান ওবায়দুল কাদের। ওই দিন এই দুই শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, আরও অনেকে 

আরও পড়ুন

×