আশুগঞ্জে যুবলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন।।

প্রকাশিত: 11/11/2019

রিয়াজ সিকদার

আশুগঞ্জে যুবলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন।।

১১ ই নভেম্বর গৌরব ঐতিহ্য ও সাফল্যের সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ বছর পূর্তি উপলক্ষ্যে, সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা যুবলীগের ও ছিলো নানা আয়োজন। সংগঠনটির আশুগঞ্জ উপজেলার নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০ টায় অাশুগঞ্জ বাজারের কাচারী বীথিকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মোড়াল প্রাঙ্গণে প্রথমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন যুবলীগ নেতাকর্মীরা ।

পরবর্তীতে উপজেলা যুবলীগের ব্যানারে একটি আনন্দ মিছিল নিয়ে বের হয় যুবলীগের সকল ইউনিয়ন এবং উপজেলার প্রায় পাঁচ শতাধিক নেতৃবৃন্দ, মিছিলটি আশুগঞ্জ বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে আবারো বঙ্গবন্ধু মোরাল চত্বরে এসে শেষ হয় । পরবর্তীতে যুবলীগের নেতাকর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীটি উদযাপন করেন, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির নেতাকর্মী এবং ইউনিয়ন নেতৃবৃন্দ । উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সকল নেতা কর্মীদের স্বত্বস্ফূর্ত উপস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকী পরিনত হয় এক আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে মোরাল চত্বর। বাংলাদেশ আওয়ামী যুবলীগের শুভ জন্মদিনের কেক কাটেন আশুগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ সাইফুর রহমান মনি । উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান কবির, মতিউর রহমান সরকার ও অ্যাডভোকেট মোশারফ হোসেন সহ উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির সদস্য ইঞ্জি: আবুল কালাম আজাদ(সুমন), সোহাগ আহমেদ, কামাল হোসেন,আমির ফয়সাল,উজ্জল হাসান, রিয়াদ সিকদার, মনির হোসেন, সানি চৌধুরী, তারেক সিকদার, মানিক সিকদার, সুজন সিকদার, আদালত খাঁ, মহিউদ্দিন মোল্লা, লিখন চৌধুরী, আল-মামুন, রফিক মোল্লা, রুবেল হোসেন, শাজাহান খান, নিয়ামুল হাসান ও চঞ্চল সহ আরো অনেকে। আরো উপস্থিত ছিলেন সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আশুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মারুফ রনি ও সাংগঠনিক সম্পাদক বাবু সিকদার সহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতা-কর্মীরা। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়ক গণ বলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির অাদর্শকে বুকে ধারন করে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাই হবে তাদের মূল লক্ষ।

আরও পড়ুন

×