প্রকাশিত: 17/11/2019
১৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন
দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। রোববার সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনের প্রথম অংশে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, স্থানীয় সংসদ সদস্য আনোয়রুল আজিম আনার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সম্মেলনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্মেলনের আলোচনা সভা শেষে ঘোষনা করা হবে কমিটি। এর আগে সকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল সহকারে সম্মেলনে যোগদান করেন।