কাউকেই ছাড় দিবেন না প্রধানমন্ত্রী 

প্রকাশিত: 23/11/2019

নিজস্ব প্রতিবেদন

কাউকেই ছাড় দিবেন না প্রধানমন্ত্রী 

কাউকেই ছাড় দিবেন না প্রধানমন্ত্রী 

সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতির সঙ্গে যারা জড়িত থাকবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে সাবধান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সপ্তম জাতীয় সম্মেলন এ কথাগুলো বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘চলার পথে কেউ যদি বিপথে যায় এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলতে থাকবে। সেই যেই হোক-আমি তাদের ছাড়ব না। কারণ, তাদের প্রতি আমার কোনো সহানুভূতি থাকবে না। আমার দেশের শ্রত্রু  তারা ’

তিনি আরও বলেন, ‘দিনরাত পরিশ্রম করি মানুষের জন্য। এই দেশ জাতির পিতা শুধু স্বাধীন করে দিয়ে যাননি, আর্থ-সামাজিক উন্নয়নের জন্য তিনি তার বুকের রক্ত দিয়ে গেছেন। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। কাজেই এই দেশ ব্যর্থ হতে পারে না।’

‘এই দেশকে আমরা সফল করে তুলেছি। সফলতার পতাকা নিয়েই আমরা এগিয়ে যাব এবং বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে যে মর্যাদা পেয়েছে সেই মর্যাদা আরও বৃদ্ধি পাবে। জাতির পিতার যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো।’

আরও পড়ুন

×