সরকার ‘সড়ক আইন নিয়ে আপস করবে না’:পরিকল্পনামন্ত্রী 

প্রকাশিত: 01/12/2019

নিজস্ব প্রতিবেদক

সরকার ‘সড়ক আইন নিয়ে আপস করবে না’:পরিকল্পনামন্ত্রী 

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সড়ক আইন জনগণের নিরাপত্তার আইন। জনগণের নিরাপত্তার ব্যাপারে সরকার আপস করবে না। এ আইন সবার জন্য। এটি নিয়ে সরকার কোনো ভাবে আপস করবে না। রাস্তায় নৈরাজ্য চলতে দেওয়া যাবে না।

সিলেটে আজ রোববার নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।

তিনি আরও বলেন,  নতুন সড়ক আইন মেনে চললে কাউকে এক পয়সাও দিতে হবে না। একদিনও জেল খাটতেও হবে না। এ আইন কারও বিরুদ্ধে নয়। আইন মানার জন্য নতুন সড়ক পরিবহন আইন করা হয়েছে। সবার মঙ্গলের জন্য এ আইন করা হয়েছে বলে জানান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে নগরের বন্দরবাজার এলাকার জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। শোভাযাত্রা শেষে সকাল সাড়ে ১০টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

×