সামনের সপ্তাহ থেকে অনলাইন পত্রিকার নিবন্ধন : হাছান মাহমুদ

প্রকাশিত: 02/12/2019

নিজস্ব প্রতিবেদক

সামনের সপ্তাহ থেকে অনলাইন পত্রিকার নিবন্ধন : হাছান মাহমুদ

আজ সোমবার সকালে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান , চলতি মাসের সামনের সপ্তাহ থেকে অনলাইন পত্রিকাগুলোর নিবন্ধন করা হবে । 

তথ্যমন্ত্রী আরো জানান , আমরা অনলাইন পত্রিকায়গুলোর নিবন্ধন করার জন্য দরখাস্ত জমায় দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম । এরপর নিবন্ধনের জন্য ৩ হাজার ৫১৭ টি আবেদন জমা পড়েছিলো।

আমরা সেগুলোকে তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছি । স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে জানানোর জন্য যাতে আমরা নিবন্ধনের কাজ শুরু করতে পারি । 

যে গুলার কাজ শেষ হয়েছে আমরা সেগুলোকে মন্ত্রনালয়ে পাঠিয়ে দিবো । আর আমরা সামনের সপ্তাহ থেকে অনলাইন গুলোর নিবন্ধন শুরু করে দিবো । এই বিষয়ে মন্ত্রী আরো জানান নিবন্ধন প্রক্রিয়া শেষে অনিবন্ধিত পত্রিকায় গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।  

উল্লেখ্য , ভবিষ্যতে কেউ অনলাইন পত্রিকা বের করতে চাইলে অনুমোদন নিতে হবে । এখন যেমন পত্রিকা বের করতে চাইলে নামের ছাড়পত্র ও অনুমতি নিতে হবে । ভবিষ্যতে কেউ চাইলে একই নিয়ম অনুসরণ করতে হবে । 

আরও পড়ুন

×