আজ স্বৈরাচার পতন দিবস 

প্রকাশিত: 06/12/2019

নিজস্ব প্রতিবেদন

আজ স্বৈরাচার পতন দিবস 

আজ থেকে আরো ২৯ বছর আগে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তুমুল গণ আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদের পতন হয়েছিল । 

১৯৮২ সালের ২৪ মার্চ তৎকালীন সেনাপ্রধান এরশাদ রাষ্ট্রক্ষমতা দখল করেন । এরশাদের বিরুদ্ধে চলমান গণ-আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাকা সেনানিবাসে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় ।

বৈঠকের মূল বিষয় ছিলো এরশাদের বিরুদ্ধে চলমান গণ-আন্দোলনে সেনাবাহিনীর মূল ভূমিকা কী হওয়া উচিত । তখন সারা দেশে এরশাদ বিরুধী আন্দোলন ছড়িয়ে পড়ে ।

এই অবস্থায় নিয়ন্ত্রন করতে প্রেসিডেন্ট এরশাদ সামরিক আইন জারি করতে চাইলে শীর্ষ সেনা কর্মকর্তারা তার পক্ষে থাকবেনা বলে ঘোষনা দেয় । আর এই সিদ্ধান্তকে এরশাদের পতনের মূল কারন হিসাবে বিবেচনা করা হয় । 

১৯৯০ সালের ৬ ডিসেম্বর পদত্যাগের মধ্য দিয়ে টানা ৯ বছরের স্বৈরাশাসনের অবসান ঘটে । দ্বিতীয় বারের মতো বাংলাদেশে শুরু হয় গণতান্ত্রিক অগ্রযাত্রা । 


উল্লেখ্য . এই দিনটিকে আওয়ামী লীগ ‍‍"গনতন্ত্র মুক্তি দিবস" পালন করে । আর বিএনপি "গনতন্ত্র দিবস" হিসাবে পালন করে থাকেন । আর সাধারণ মানুষ এই দিনকে "স্বৈরাচার পতন দিবস" হিসাবে পালন করে আসছেন । 

আরও পড়ুন

×