প্রকাশিত: 07/12/2019
আজ শনিবার দুপুরে ফতুল্লার নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে ফতুল্লা থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি শামীম ওসমান হুশিয়ারি দিয়ে বলেন ,
আমার জীবন থাকতে আমার কর্মীর গায়ে একটা আচড় দিয়ে নারায়ণগঞ্জে ১ ঘণ্টা কেউ আরামে ঘুমাতে পারবেনা। তিনি বলেন ফতুল্লার নেতাকর্মীরা সব সময় প্রস্তুত আছেন নারায়ণগঞ্জের মাটিতে কিন্তু মাটি দেখা যাবে না ,
শুধু মাথা দেখা যাবে । সুতরাং কেউ ওই খেলা আমার সাথে খেলতে আসবেন না । অনেক ধৈর্য ধরেছি । তিনি আরো বলেন , শামীম ওসমান জীবিত থাকতে নেতাকর্মীদের উপর কেউ আঘাত করবে
আর তাতে নারায়ণগঞ্জ শান্ত থাকবে এটা যদি কেউ মনে করে তার মতো বোকার রাজ্যে কেউ বাস করেনা । মেয়র আইভীর মামলা প্রসঙ্গে তিনি বলেন ,
আমার কথা বলা উচিত এই মামলা তারা খেয়েছে ষড়যন্ত্রের অংশ হিসেবে । ২২ মাস আগে নারায়ণগঞ্জে হকারদের সাথে সংঘর্ষ হয়েছিল মেয়রের সেই ঘটনায় আমার নামে মামলা করা হয়েছে ।
আমি যাকে গনায় ধরি না সে আমার নামে মামলা করেছে । এই মামলা হাইকোর্ট থেকে ২২ মাস নিলো না। স্বরাষ্ট্রমন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, আইজিপি, এসপি, ডিসি, ওসিকে বিবাদী করা হলো। এসব করে আমাদের নামে মামলা দেওয়া হলো।