১৬ ডিসেম্বরের পর থেকে রাষ্ট্রীয় সব অনুষ্ঠানের শুরুতে ও শেষে  ”জয় বাংলা “  স্লোগান বলতে হবে

প্রকাশিত: 10/12/2019

নিজস্ব প্রতিবেদক

১৬ ডিসেম্বরের পর থেকে রাষ্ট্রীয় সব অনুষ্ঠানের শুরুতে ও শেষে  ”জয় বাংলা “  স্লোগান বলতে হবে

চলতি বছর ১৬ ডিসেম্বরের পর থেকে রাষ্ট্রীয় সব অনুষ্ঠানের শুরুতে ও শেষে  ”জয় বাংলা “  স্লোগান বলতে হবে। আজ মঙ্গলাবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন । এখন এই স্লোগান বলতে মৌখিক  নির্দেশনা দেন, একই সঙ্গে আগামী ১৪ জানুয়ারী পরবর্তী শুনানির জন্য দিন নির্ধারন করেন।

 আইজীবি ইউসুফ হোসেন হুমায়ুন ও আব্দুল মতিন খসরু আদালতে  রিটের পক্ষে শুনানী করেন।  আদালত বলেন ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই স্লোগানেই এদেশের মানুষ  যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। 

২০১৭ সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার নির্দেশনা চেয়ে  হাইকোর্টে  রিট করেছিলেন আইজীবি ড. বশির আহমেদ, যা এখনো এই রুলের উপর শুনানি চলছে হাইকোর্টে। 

আরও পড়ুন

×