প্রকাশিত: 10/12/2019
আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ( পিএসসি ) থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে । ৪০ তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী বছরের ৪ জানুয়ারি ।
এই লিখিত পরীক্ষা চলবে ৮ জানুয়ারী পর্যন্ত । বিসিএস পরীক্ষার হল , আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যম ও সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ।
গত মে মাসে সারাদেশ থেকে ৪০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহন করেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন । এতে উত্তীর্ণ হয় ২০ হাজার ২২৭ জন । প্রিলিমিনারি পরীক্ষায় পাস করা প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন ।
জানা গেছে ৪০ তম বিসিএসে ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়ার কথা রয়েছে । এর মধ্য শিক্ষা ক্যাডারে নিয়োগ দেয়া হবে ৮০০ জন , প্রশাসনে নিয়োগ দেওয়া হবে ২০০ জন ,
পুলিশে নিয়োগ দেওয়া হবে ৭২ জন , আবগারিতে নিয়োগ দেয়া হবে ৩২ জন , পররাষ্ট্রে নিয়োগ দেয়া হবে ২৫ জন , করে ২৪ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে ।