শেখ হাসিনা বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা চাইলে দেশের চেহারা পাল্টে দিতে পারেন

প্রকাশিত: 12/12/2019

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনা বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা চাইলে দেশের চেহারা পাল্টে দিতে পারেন

আজ বৃহস্পতিবার ঢাকা শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমীতে ১১৩,১১৪ ও১১৫তম আইন ও প্রশাসন কোর্সের সনদ বিতরন ও সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা চাইলে দেশের চেহারা পাল্টে দিতে পারেন। একজন অফিসার ইচ্ছা করলে একটা জেলা, উপজেলা বা একটা ইউনিয়নের চেহারা পাল্টে দিতে পারেন। পরিবেশ পাল্টে দিতে পারেন, উন্নয়ন দৃশ্যমান করে দিতে পারেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অফিসারদের সেই ধরনের ইনোভেটিভ আইডিয়া, পরিকল্পনা, চিন্তা চেতনা, দেশের প্রতি ভালবাসা ও কর্তব্যবোধ থাকতে হবে। তাদের সবসময় মাথায় রাখতে হবে যে, দেশের জনগণের প্রতি আমাদের দাযিত্ব রয়েছে, দেশে ও মানুষের কল্যানে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি বা আমরা কি রেখে যাচ্ছি সে চিন্তা -চেতনা সবসময় মাথায় নিয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসন ও সিভিল সার্ভিস প্রশাসন একাডেমীর রেক্টর কাজী রওশন আক্তার। অনুষ্ঠানে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমীতে ১১৩,১১৪ ও১১৫তম আইন ও প্রশাসন কোর্সের সনদ বিতরন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

 

আরও পড়ুন

×