প্রকাশিত: 14/12/2019
শহীদ বুদ্ধিজীবি দিবসে মিরপুর বুদ্ধিজীবি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল ৭ টায় প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী এই শ্রদ্ধা জানান।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরের মানুয়ের জন্য তা উন্মুক্ত করে দিলে শহীদ বুদ্ধিজীবি ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থীরা বুদ্ধিজীবি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শেষ দিকে পাকসেনারা নিশ্চিত পরাজয় জেনে গিয়ে রাজাকার-আলবদর, আল শামস ও শান্তি কমিটির সদস্যদের সাহায্যে জাতিকে মেধা শূণ্য করতে দেশের শ্রেষ্ট সন্তানদের ধরে নিয়ে গিয়ে রায়েরবাজার বধ্যভুমিতে নৃশংসভাবে হত্যা করে। সেরা শিক্ষক,সাংবাদিক, ডাক্তার. চিকিৎসক,প্রকৌশলী. সাহিত্যিক,বুদ্ধিজীবিসহ দেশের অনেক বরেণ্য কৃতি সন্তানদের হত্যা করে।
শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।