প্রকাশিত: 15/12/2019
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, রাজাকার কাদের মোল্লাকে শহীদ বলাটা ঠিক করেননি সংগ্রাম পত্রিকা। শহিদদের একটা সংজ্ঞা আছে আর এই সংজ্ঞার মধ্যে কাদির মোল্লা পড়ে না। একজন দন্ডিত আসামী রাজাকার আবদুল কাদের মোল্লাকে শহীদ আখ্যা দেওয়া ও বলাটা আমি বা আমার জাতীয় পার্টি সমর্থন করিনা। আমরা এর তিব্র প্রতিবাদ করছি।
শনিবার শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে বুদ্ধিজীবি কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন। অপর এক সাংবাদিক এর প্রশ্নের জবাবে নেতা বলেন দৈনিক সংগ্রাম পত্রিকার ডিক্লারেশন থাকবে কিনা এটা সরকারের বিষয়। এই সময় দলের আরো অনেক সিনিয়র নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।