প্রকাশিত: 16/12/2019
ধিক্কার জানাই এমন মনোভাব দেখে, দেশ টা আওয়ামী লীগেরাই স্বাধীন করেছিল, যে স্বাধীনতা দিবসে স্বাধীনতা দিবস পালন করতে দিল না। দেশটা তাদের বাপের যে বাঁধা দেওয়ায বিবৃতিদিয়েছেন শ্যামনগর থানা বিএনপি সভাপতি আলহাজ্ব মাষ্টারআব্দুল ওয়াহেদ স্যার -- , প্রচার দল সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক সাহাদাতও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, বাস্তহারা দল সভাপতি ফজলুল করিম , ছাত্রনেতা জুলফিকার সিদ্দিক, প্রযুক্তি দল কেন্দ্রীয় নেতা রেজাউল করিম,
শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতা চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা না দিত, কি হত বাকি ইতিহাস স্বাক্ষী, গণতান্ত্রিক দেশে আজ আমরা মুক্তি জনতা নিরাপদ নয়। দেশের জন্য জীবন বাজি রেখে ৩ বার স্বনানের সাথে সফল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন, দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে মিথ্যা বা নোয়াট, রাজনৈতিক প্রতিহিংসায় কারাগারে বন্ধী, বর্তমানে তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে কিন্তু সেখানে তার ভালো উন্নত মানের চিকিৎসা দেওয়া হচ্ছে না।চিকিৎসার জন্য তার জামিন আবেদন করেও তাকে মুক্তি দিল না আদালত । আজ দেশে বিচার বিভাগ স্বাধীন না। উন্নয়নের নামে চলছে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে। আমার দেশের মা, বোন ৩০ লক্ষ্য শহীদের রক্তের বিনিময়ে
দীর্ঘ ৯ মাস রক্ত ক্ষয়ি যুদ্ধের মাধ্যমে অর্জিত দেশ লাল সবুজের পতাকা।আজ সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে গিয়ে মিড নাইটের অবৈধ সরকার আওয়ামী নামধারী সন্ত্রাসীরা, এমন ব্যবহার দেশের জন্য কী বয়ে আনে বাকি টা আপনারই জানেন।
আওয়ামীলীগ নেতৃবৃন্দের বাধার মূখে স্মৃতিসৌধ পৌছানোর আগেই ফুল না দিয়ে ফেরত আসতে হয়।