রাজাকারের তালিকা করতে কোন টাকা খরচ হয়নি : আ. ক. ম মোজাম্মেল হক

প্রকাশিত: 19/12/2019

নিজস্ব প্রতিবেদক

রাজাকারের তালিকা করতে কোন টাকা খরচ হয়নি : আ. ক. ম মোজাম্মেল হক

আজ বৃহস্পতিবার দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক জানান , রাজাকারের তালিকা প্রণয়ন করতে কোন অর্থ বরাদ্দ করা হয়নি তাই টাকা পয়সা খরচের বিষয়ে কোন প্রশ্নই আসে না । রাজাকারের তালিকা করতে ৬০ কোটি টাকা খরচের বিষয়টি সম্পূর্ন অসত্য । 

রাজাকারের তালিকা প্রকাশ করতে ৬০ কোটি টাকা খরচ হয়েছে এমন খবর যেসব পত্রিকা প্রকাশ করেছে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে হুমকি দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

উল্লেখ্য, ১৫ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এরপর থেকেই বিতর্ক ওঠে এ তালিকা নিয়ে। দেখা গেছে এই তালিকায় অনেক মুক্তিযোদ্ধার নাম রয়েছে । এর প্রেক্ষিতে বুধবার (১৮ ডিসেম্বর) রাজাকারের তালিকাটি স্থগিত করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

আরও পড়ুন

×