প্রকাশিত: 22/12/2019
আজ রবিবার সকালে পতেঙ্গায় বাংলাদেশ নৌবাহিনী একাডেমিতে মিডশিপম্যান -২০১৭ আলফা এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার-২০১৯ ব্রাভো ব্যাচের শিক্ষা সমাপনি উপলক্ষে বিদায়ী ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেখ হাসিনা বলেন , দেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধির জন্য সততা নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে ত্যাগের মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন , আজকে আপনারা যারা কঠোর প্রশিক্ষণের পর কাজে যোগ দেবেন তাঁদের সব সময় মনে রাখতে হবে যে, সততা নিষ্ঠা এবং একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালন করে আপনারা দেশের মান সম্মান আরো উজ্জ্বল করবেন ।
এর আগে প্রধানমন্ত্রী কোর্স সম্পন্ন করে কমিশন লাভকারী ৭২ জন নবীন কর্মকর্তার মধ্য থেকে কৃতিত্বের অধিকারী কর্মকর্তাদের মাঝে বিভিন্ন পুরস্কার বিতরণ করেন।
পাসিং আউট কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর ২০১৭/এ ব্যাচের ৬১ জন মিডশীপম্যান এবং ২০১৯/বি ব্যাচের ১১ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার রয়েছেন। যাঁর মধ্যে ৭ জন মহিলা এবং ২ জন মালদ্বীপের কর্মকর্তা রয়েছেন।