প্রকাশিত: 24/12/2019
গতকাল সোমবার রাতে রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনীতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন , ইভিএমে নির্বাচনের ফলাফল পাল্টানোর যথেষ্ট সুযোগ রয়েছে । তাই ঢাকা সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করছি ।
বৈঠকে সভাপতিত্ব করেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর , নির্বাচন কমিশন বলছেন যে , পুরো নির্বাচনটি ইভিএমে করা হবে । এটা অত্যন্ত আপত্তিজনক এবং আমরা এই সিদ্ধান্তে নিন্দা জানাচ্ছি ।
স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়ার সুচিকিৎসা ও তার বিচার ও জামিনের বিষয়ে অ্যামিনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি প্রদানে সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।