প্রকাশিত: 24/12/2019
শিশুদের ওপর থেকে বই আর পরিক্ষার চাপ কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার শের-ই বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভা শেষে এক ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান একথা সাংবাদিকদের জানান।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় ৪৬১১ কোটি টাকার ৯টি প্রকল্পের অনুমোদন হয় এর মধ্যে ১২০০ কোটি টাকা ব্যায়ে সিলেটে সিটি কর্পোরেশনের জলাবদ্ধাতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো ব্যবস্থাপনা, ১১০০ কোটি টাকা ব্যায়ে ঢাকা মহানগর উত্তর ও পূর্বাচল সরকারী বিদ্যালয় স্থাপন, অবকাঠামো উন্নয়ণ এবং সাভারের চামড়া শিল্পনগরী নির্মাণে সময় বৃদ্ধি প্রকল্প।