প্রকাশিত: 24/12/2019
আজ ২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর রীতিমতো চিকিৎসা সন্ত্রাস চালানো হচ্ছে ।
এসময় রুহুল কবির রিজভী বলেন গনমানুষের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে বন্দি করা হয়েছে । তিনি গুরুতর অসুস্থ হলেও সুচিকিৎসা দেয়া হচ্ছে না । খালেদা জিয়ার ন্যায্য জামিনে বাধা দেয়া হচ্ছে । এখন তার ওপর চলছে রীতিমতো চিকিৎসা সন্ত্রাস ।
এসময় তিনি আরো বলেন, খালেদা জিয়া কেমন আছেন ? তাকে নিযে কি করা হচ্ছে কিছুই জানতে দেয়া হচ্ছে না । আমরা আশঙ্কায় আছি দেশনেত্রীকে নিয়ে। তার অসুস্থতা পূর্বের চেয়ে ভিন্ন ও গভীর।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেলসহ দলের অনেক নেতাকর্মী ।