প্রকাশিত: 25/12/2019
গতকাল রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ডাকসুর ভবনে ভিপি নুরুল হক নুর ও অন্যদের ওপর কেন বারবার হামলা করা হচ্ছে তা খতিয়ে দেখা হবে ।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা সবাই জানেন ভিপি নুরের উপর হামলায় পুলিশ বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন । এরই মধ্য পুলিশ কয়েক জনকে গ্রেপ্তার করেছে এছাড়া যারা অভিযুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হবে।
উল্লেখ্য , গত রোববার দুপুরে রড় , লাঠি ও বাঁশ নিয়ে ভিপি নুরের ওপর হামলা চালান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতা-কর্মীরা,এ সময় কমপক্ষে ৩০ জন আহত হয় ।