প্রকাশিত: 25/12/2019
আজ বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় আংশিক কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান নির্বাচন কমিশন, সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠ হতে পারে না এবং জনগণের রায় প্রতিফলিত হয় না । তবুও আমরা যেহেতু গণতন্ত্রের বিশ্বাস করি , তাই আমরা এবারের সিটি নির্বাচনে অংশ গ্রহন করছি ।
এসময় মির্জা ফখরুল ইসলাম (ইভিএম) নিয়ে আরও বলেন, তারা বলছে ইভিএমের মাধ্যমে নির্বাচন করা হবে যেটা আমরা প্রত্যাখ্যান করেছি ।