প্রকাশিত: 26/12/2019
গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এলামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সিটি করপোরেশন নির্বাচনে হেরে গেলেও সরকারের ওপর আকাশ ভেঙে পড়বে না মন্তব্য করেন তিনি ।
এসময় ওবায়দুল কাদের আরো বলেন, সিটি করপোরেশন নির্বাচনের সিডিউল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে বিভিন্ন দল অংশগ্রহণ করছে, বিএনপিও এই নির্বাচনে অংশ নিচ্ছে, আমরা তাদের স্বাগত জানাচ্ছি। কারণ নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক, প্রতিযোগিতামূলক হোক।