প্রকাশিত: 26/12/2019
আজ (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় ভোগরা জয়দেবপুর মদনপুরে ঢাকা বাইপাস সড়কের পিপিপির আওতায় নির্মাণাধীন ছয় লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে সড়কের নির্মাণ কাজের উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঢাকা দুই সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে কোন বিতর্কিত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে না ।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব টিম দিয়ে প্রার্থীদের জনপ্রিয়তা সম্পর্কে জরিপ করেছে জনমত যাচাই করেছেন ।
এসময় তিনি আরো জানান, দুই সিটিতে মেয়র পদে বিজয়ী হতে পারেন এমন জনপ্রিয় প্রার্থীকে দল থেকে মনোনয়ন দেওয়া হবে ।