আজ বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ উদ্বোধন করবনে শেখ হাসিনা

প্রকাশিত: 28/12/2019

নিজস্ব প্রতিবেদক

আজ বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ উদ্বোধন করবনে শেখ হাসিনা

আজ শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন দুটি বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার ‘অচিন পাখি’ ও ‘সোনার তরী’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ তিনি জানান, 'এই টার্মিনালের নির্মাণ কাজ আগামী ৪৮ মাসের মধ্যে সম্পন্ন হবে।''

এছাড়া বাংলাদেশে এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়েছে, উড়োজাহাজ দুটি দিয়ে আসন্ন ৫ জানুয়ারি থেকে ম্যানচেস্টার ও লন্ডন রুটে বিমানের ফ্লাইট চলাচল শুরু করবে ।

এরই মধ্যে ম্যানচেস্টার রুটের উদ্বোধনী ফ্লাইটের সব টিকিট বিক্রি করা হয়ে গেছে। অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে বিজনেস ক্লাস ৩০টি, প্রিমিয়াম ইকোনমি শ্রেণি ২১টি ও ইকোনমি শ্রেণি ২৪৭টিসহ মোট ২৯৮টি আসন রয়েছে।

আরও পড়ুন

×