প্রকাশিত: 29/12/2019
আজ রবিবার (২৯ ডিসেম্বর) ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করবে আওয়ামী লীগ ।
আজ সকাল ১১ টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে নাম ঘোষণা করা হবে বলে একাধিক জানা গেছে ।
গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দলটির স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের এক সভায় মেয়র প্রার্থী চূড়ান্ত করতে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে ।
বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, প্রার্থীদের বিচার বিশ্লেষণ করতে আমাদের একটু সময় লাগছে ।
আজ রবিবার সকাল ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে উভয় সিটির মেয়র ও কাউন্সিলর পদে যাঁদের মনোনয়ন দেওয়া হয়েছে, তাদের নাম ঘোষণা করা হবে ।