সরকারের ইচ্ছে পূরণেই দুই সিটি নির্বাচনে ইভিএম : রুহুল কবির রিজভী

প্রকাশিত: 30/12/2019

নিজস্ব প্রতিবেদন

সরকারের ইচ্ছে পূরণেই দুই সিটি নির্বাচনে ইভিএম : রুহুল কবির রিজভী

গতকাল রোববার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণে বিশ্বাসযোগ্য ফল পাওয়া অসম্ভব ।

সরকারের ইচ্ছে পূরণেই নির্বাচন কমিশন ইভিএম ব্যবহারে সক্রিয় হয়ে উঠেছে । 

এসময় তিনি আরো বলেন, ইভিএম একটি অস্বচ্ছ ভোট গ্রহণ পদ্ধতি, যা গণতন্ত্র চর্চার সহায়ক নয়। এ মেশিনে সহজেই ‘টেম্পার’ করা যায়।

আমরা নির্বাচন কমিশনের উদ্দেশে বলতে চাই, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বাতিল করে বিশ্বাসযোগ্য নির্বাচনের উদ্যোগ গ্রহণ করুন । 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন, আবদুল কালাম ও আবদুস সালাম আজাদসহ দলের অন্যঅন্য নেতাকর্মী । 

আরও পড়ুন

×