প্রকাশিত: 30/12/2019
বিএনপির পূর্বঘোষিত সমাবেশে পুলিশের বাধা দেয়ায় আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি ।
আজ বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ।
রুহুল করিব রিজভী বলেন, আজকে বিএনপির শান্তিপূর্ন সমাবেশে বাধা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী । আমাদের পূর্বঘোষিত কর্মসূচিতে বাধা দেয়ার জন্য কার্যালয়ের সামনে ঘিরে রেখেছে তারা ।
এসময় তিনি আরো বলেন, সারাদেশটাই যেন আওয়ামী লীগের তালুকদারিতে পরিণত হয়েছে । যখন খুশি তারা সভা-সমাবেশ করতে পারে, অথচ বিরোধী দলের মানুষদের সেই অধিকার নাই । এদেশে একমাত্র শেখ হাসিনার গনতান্ত্রিক অধিকার আছে ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা.এ জেড এম জাহিত হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ সহ দলের অন্যান্য নেতাকর্মী