প্রকাশিত: 31/12/2019
আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন রাজধানীর গোপীবাগে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ।
এর আগে, আজ দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পার্থী ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল বাতেনের হাতে মনোনয়নপত্র জমা দেন ।
তাপস ও ইশরাক ছাড়া ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থীরা হলেন, জাতীয় পার্টির মো. সাইফুদ্দিন আহমেদ মিলন, বাংলাদেশ কংগ্রেসের মো. আকতার উজ্জামান, স্বতন্ত্র থেকে আব্দুস সামাদ সুজন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুর রহমান ।