প্রকাশিত: 01/01/2020
আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা সারাদেশে ১০০ টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করেছি । বাংলাদেশে যারা বিনিয়োগ করবে, তাদের বিশেষ সুযোগ-সুবিধা দেয়া হবে ।
প্রধানমন্ত্রী বলেন, একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে হলে ব্যবসা বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই আমরা ব্যবসায়ীদের যত ব্যবসা করার সুযোগ সুবিধা দরকার তা আমরা করে দিচ্ছি ।
বাংলাদেশের রফতানি শুধু একটি দুটো পণ্যের মধ্য সীমাবদ্ধ থাকলে চলবে না । এর জন্য যে সুযোগ সুবিধা দরকার তা আমরা করে দেব ।
প্রধানমন্ত্রী আরো বলেন, সারা বিশ্বে প্রবৃদ্ধির হার যখন কমে যাচ্ছে তখন বাংলাদেশের প্রবৃদ্ধির হার বাড়ছে । বর্তমানে আমাদের প্রবৃদ্ধি হার ৮.১৫ ভাগ ।
আগে আমাদের দেশের মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে । তারপর আমরা বিদেশে রফতানি করব ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ।