প্রকাশিত: 01/01/2020
আজ বুধবার দুপুরে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ৭৭ পাউন্ড কেক কেটে রাষ্ট্রপতি আবদুল হামিদের ৭৭ তম জন্মদিন পালন করা হয় ।
রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক শিক্ষার্থীরা ও কর্মকর্তা কর্মচারীগণ এ অনুষ্ঠানের আয়োজন করেন ।
দেশের ২১তম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের কামালপুর গ্রামে জন্ম গ্রহণ করেন ।
তিনি ছাত্রলীগের রাজনীতি শেষে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘ ৩৭ বছর দায়িত্বপালন করেন।
বর্তমান কিশোরগঞ্জ-৪ আওয়ামী লীগ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ৭ বার বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ আ ন ম নওশাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আজিজুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ প্রমুখ সহ আরো অনেকে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।