প্রকাশিত: 01/01/2020
আজ বুধবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠ হয় না তা প্রমাণ করতেই বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল । এবার আবার ঢাকা দুই সিটি নির্বাচনেও অংশ নিতে যাচ্ছে ।
ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘পুলিশ, প্রশাসন বাদ দিয়ে দেখুন মানুষ কী বলে। মানুষ এখন পরিবর্তন চায়, নতুন সরকার দেখতে চায়, জনগণের প্রতিনিধিত্ব করে এমন সরকার দেখতে চায়।
ডাকসু ভিপি নুরুল হকের ওপর হামলা ও অন্য ছাত্রদের মারধর করার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, প্রতিরোধ করতে হবে, প্রতিরোধ ছাড়া বিজয় অর্জন করা যায় না। খালেদা জিয়া বা তারেক রহমানের প্রয়োজনে নয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে সবাইকে উঠে দাঁড়াতে হবে।
ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ দলের অন্যান্য নেতাকর্মী ।