প্রকাশিত: 02/01/2020
গতকাল ১ জানুয়ারী ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বগুড়ায় জুতা পায়ে শহীদ বেদীতে উঠতে বাধা দেয়ায় পুলিশের উপর হামলার ঘটনায় ছাত্রদলের ২৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ।
জানা গেছে গতকাল ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জুতা পায়ে শহীদ মিনারে উঠতে বাধা দেয়ায় পুলিশের উপর হামলায় চালায় ছাত্রদলের নেতাকর্মীরা । এতে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপাারসহ ৪ জন আহত হয়েছেন ।
জানা গেছে হামলার ঘটনায় বগুড়ার সাব ইনস্পেক্টর জিলালুর রহমান বাদী হয়ে ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নাম ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন ।