সাতক্ষীরা জেলা কৃষক দলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

সাতক্ষীরা জেলা কৃষক দলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুরে শহরের অদূরে তুফান কনভেনশন সেন্টারে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আলোচনা সভা শুরু করা হয়।

আলোচনা সভায় সাতক্ষীরা জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।

জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দীন লিটনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব ও লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য শের আলী, জেলা শ্রমিকদল সভাপতি আব্দুস সামাদ, মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফরিদা আক্তার বিউটি, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, সম্পাদক এইচ আর মুকুল, জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক আলী হাসান, শ্যামনগর উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ ফজলুল করিম, তৃণমূল নাগরিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মোঃ রেজাউল করিম, স্বেচ্ছা সেবক দলের সাধারন সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।

এসময় সেখানে কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ সংগনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক রেখে দেশে গণতন্ত্রকে হত্যা করেছে।তারা দেশে আবারো গণতন্ত্র ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।

আরও পড়ুন

×