প্রকাশিত: 03/01/2020
আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগকে নতুন কার্যনির্বাহী সংসদের প্রথম যৌথসভায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগকে বহু অপবাদ দেয়া হয়েছে বলে মন্তব্য করেন ।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের নেতাকর্মীদের অনেক অত্যাচার নির্যাতন করা হয়েছে । কিন্তিু কোনো নির্যাতন অত্যাচারে আওয়ামী লীগকে ধ্বংস করা যায়নি ।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, আমরা মানুষের সমর্থন পেয়েছি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয় এই আস্থা ও বিশ্বাস আমরা অর্জন করতে পেরেছি ।