প্রকাশিত: 04/01/2020
আজ শনিবার ৪ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে ২০১৯ সালের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরেন নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ।
গত বছর (২০১৯) সালে ৪৭০২টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫২২৭ জন । এবং আহত হয়েছেন ৬৯৫৩ জন ।
নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ২০১৯ সালে ৪৭০২ টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৫২২৭ জন এবং আহত হয়েছেন ৬৯৫৩ জন । এর মধ্য রেল দুর্ঘটনায় ১৬২ টি নিহত ১৯৮ জন আহত ৩৪৭ জন ।
নৌ পথে দুর্ঘটনা ৩০টি নিহত ৬৪ জন আহত ১৫৭ জন আর নিখোঁজ ১১০ জন। দুর্ঘটনার জন্য দায়ী যানবাহনগুলো হলো- বাস ৯৯২টি, ট্রাক ১০৩৩টি, মোটরসাইকেল ১০৯৮টি, কাভার্ড ভ্যান ১৬০টি,
মাইক্রোবাস ১৫৮টি, নসিমন ৮৩ টি, কার ৭৯টি ও অন্যান্য (সিএনজি/ভ্যান/পিক-আপ) ২১৭৮ টি। এসব যানবাহনের মোট নিহত চালক হলো ১১৯০ জন।
বিআরটিএ রিপোর্টে দেখা যায় বাংলাদেশে বাসের সংখ্যা ৪৯ হাজার ২৭২ টি , ১৫১ হাজার ৭৮৪ টি ট্রাক রয়েছে , এক লাখ ৯৪ হাজার ৫৬ টি বাস ও ট্রাক মিলে এ বছর সড়ক দুর্ঘটনা ঘটিয়েছে ২ হাজার ২৫টি। বাকি ৪০ লাখ যানবাহনে সড়কে দুর্ঘটনার পরিমাণ ২৬৭৭টি।
এসময় ইলিয়াস কাঞ্চন আরো বলেন যে জিনিস গুলো দুর্ঘটনার জন্য বেশি দায়ী তাদেরকে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষন ও সচেতন মূলক প্রশিক্ষণ জরুরি ।