প্রকাশিত: 05/01/2020
আজ রোববার রাজধানীর রমনা পার্ক রেস্তোরাঁ প্রাঙ্গণে আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল-উত্তর প্রীতিভোজ ও পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া ও তার সন্তানই তো হর্তাকর্তা, বিধাতা । এখানে মির্জা ফখরুল তাদের ইয়েস ম্যান হিসেবে কাজ করেন বলে মন্তব্য করেন তিনি ।
ওবায়দুল কাদের বলেন, বেগম খালেদা জিয়া-তারেক রহমান এরা কোন পরিবারের নেতা জানতে চাই । বিএনপির নেতৃত্বই তো একটা পরিবার থেকে এসেছে । আওয়ামী লীগে গণতন্ত্র আছে, বিএনপিতে গণতন্ত্র নাই ।
সিটি নির্বাচনে বিএনপির নেতাদের মন্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন না হতেই আগাম মন্তব্য করা বিএনপির পুরনো স্বভাব । তাদের কথাবার্তায় পরাজয়ের সুর । আসলে তারা (বিএনপি) নির্বাচন হওয়ার আগেই হেরে গেছে ।