প্রকাশিত: 06/01/2020
আজ সোমবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিষয়ে তথ্য তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার ।
তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে শুধু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কারাগারে বন্দী রেখে শাস্তি দেওয়া হচ্ছে । এই মুহূর্তে তার (খালেদা জিয়া) উন্নত চিকিৎসার জন্য অ্যাডভান্স সেন্টারে পাঠানো দরকার ।
আমরা বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি । অন্যথায় তার কিছু হলে সবকিছুর জন্য সরকার দায়ী থাকবে ।
তিনি আরও বলেন, দেশনেত্রী গুরুতর অসুস্থ । তিনি কিছু খেতে পারছেন না । যা খাচ্ছেন সব বেরিয়ে আসছে ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।