প্রকাশিত: 06/01/2020
আজ সোমবার বিকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গতকালকের ঘটনার তদন্ত চলছে, সত্যতা যাচাই করা হচ্ছে । আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত করছে ।
এসময় তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী আগে অনেক বড় বড় ঘটনা তদন্ত করে বের করেছে, তাই এ ঘটনায়ও দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সহ পুলিশের বিভিন্ন বিভাগের কর্মচারী কর্মকর্তারা ।
উল্লেখ্য. গতকাল রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে রাজধানীর কুর্মিটোলার রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে ।