প্রকাশিত: 07/01/2020
টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের বর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতির উদ্দেশ্যে ভাষণে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১০ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশের মধ্যে বিরাট ব্যবধান ।
প্রধানমন্ত্রী বলেন, ১০ বছর আগের বাংলাদেশের মধ্যে আর এখন কার বাংলাদেশের মধ্যে বিরাট ব্যবধান । প্রতিদিন মানুষের জীবনমানের উন্নয়ন ঘটছে, ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে । যে দেশের মানুষ ভালো কিছু দেখার স্বপ্ন ভুলে গিয়েছিল, আজ সে দেশের মানুষ স্বপ্ন দেখে ।
দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী বলেন, আমি সাধারণ মানুষের জন্য কাজ করি। মানুষের কল্যাণের জন্য আমি যে কোন পদক্ষেপ করতে দ্বিধা করবো না।
দুর্নীতিবাজদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। আমি আবারও সবাইকে সতর্ক করে দিতে চাই দুর্নীতিবাজ যে-ই হোক, যত শক্তিশালীই হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না।