আশুগঞ্জে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন !!

প্রকাশিত: 10/01/2020

রিয়াদ সিকদার

আশুগঞ্জে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন !!

বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ৪ টায় আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিফাত সিকদার ও যুগ্ম আহ্বায়কদের নেতৃত্বে আশুগঞ্জ কাচারী বিথীকায় বঙ্গবন্ধু ম্যুাড়ালে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। পরে সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে আশুগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মঈন উদ্দিন মঈন। সভায় আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিফাত সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু নাছের আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আনিছুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা আয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোবারক আলী চেীধুরী, আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস.এম তোফায়েল আলী রুবেল সিকদার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সালাহ উদ্দিন, আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শাহিন সিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন ফরহাদ, ছাত্রলীগ নেতা মঈম সিকদার, আশুগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির "সদস্য" রিয়াদ সিকদার ও মনির হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি মিকাঈল হিমেল, জেলা ছাত্রলীগ নেতা রাশেদ, রাসেল, রিয়াদ, আফ্রিদি, তোফায়েল, সোহান, আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সালেকিন মিম, রফিকুল ইসলাম রাব্বি, হান্নান সিকদার, সদস্য সানি, বিজয়, সাহারান, রিফাদ, শাকিল সিকদার, আনন্দ সিকদার, অপু, আরমান, ফিরোজ মিয়া সরকারি কলেজের ছাত্রলীগ নেতা ইফরান, এনএস রিদয়, আমিনুল ইসলাম আমিন, মিনহাজ, হৃদয়, উদয় সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগ এর সাবেক সহ-সভাপতি সজিবুর রহমান। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সংগঠন এবং বাংলাদেশ ছাত্রলীগ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে আসছে বিগত দিনে এবং আগামী দিনেও বঙ্গকন্যা শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে প্রয়োজনে বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে দ্বিধাবোধ করবে না বাংলাদেশ ছাত্রলীগ। বাংলার বুকে যত ধরনের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দাবি আদায় হয়েছে, সেখানে ছিল বাংলাদেশ ছাত্রলীগের অগ্রণী ভূমিকা। সভায় প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মঈন উদ্দিন মঈন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শোভন বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, বাংলাদেশ ছাত্রলীগকে শক্তিশালী করতে, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগকে শক্তিশালী করতে, আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবগঠিত আহবায়ক কমিটির সকল সদস্যদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কোনো বিকল্প নেই। আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির সকলকে এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার উদাত্ত আহবান জানিয়েছেন তারা। এবং সভার সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়

আরও পড়ুন

×