প্রকাশিত: 15/01/2020
আজ বুধবার বেলা দুপুরে ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে নির্বাচনী প্রচারণা শুরুর আগে অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার জ্যেষ্ঠ ছেলে ঢাকা দক্ষিণ সিটির বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, রোজ ধানের শীষের পোস্টার ছিঁড়ছে, এটাই লেভেল প্লেয়িং ফিল্ডের নমুনা ।
ইশরাক হোসেন আরও বলেন, সন্ত্রাসীরা অনেক জায়গায় ধানের শীষের পোস্টার লাগাতে বাধা দিচ্ছে । লাগানো পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে ।
প্রতিদিনই পোস্টার ছিঁড়ছে । এসব নিয়ে নির্বাচন কমিশনের কাছে রোজ অভিযোগ করছি কিন্তু কমিশনের দিক থেকে কোন উদ্যোগ দেখছি না ।
তিনি বলেন, আওয়ামী লীগের কোনো প্রার্থীই নির্বাচনী আচরণবিধি মানছে না। এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ।