পূজার কারণে ভোটের তারিখ পেছানো উচিত : ইশরাক

প্রকাশিত: 15/01/2020

নিজস্ব প্রতিবেদন

পূজার কারণে ভোটের তারিখ পেছানো উচিত : ইশরাক

আজ বুধবার ষষ্ঠ দিনের মতো ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নির্বাচনী প্রচারণায়  এসে সাংবাদিকদের সাথে আলাপকালে ঢাকা দক্ষিণের বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার কারণে ভোটের তারিখ পেছানো উচিত । 

ইশরাক বলেন, হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে নির্বাচন পেছানোর জন্য একটা দাবি আসছে, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত ।

মুসলমানদের ঈদের দিন যদি ভোট গ্রহণ হত তাহলে আমরা মুসলমানরাও ভোট পেছানোর দাবি জানাতাম। আমি মনে করি, পূজার কথা বিবেচনা করে অবশ্যই ভোট পেছানো উচিত।

এসময় ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচিত হলে ঢাকাকে একটি বাসযোগ্য নগরী গড়ে তোলার জন্য কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি ।

আরও পড়ুন

×