প্রকাশিত: 19/01/2020
শনিবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে গালফ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব আইন সংশোধনের প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেন ।
প্রধানমন্ত্রী বলেন, নাগরিকত্ব আইন সংশোধন ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও এর কোন প্রয়োজন ছিল না ।
তিনি বলেন, ভারতে পাড়ি দেয়া কেউ বাংলাদেশে ফিরে এসেছে, এমন ঘটনা ঘটেনি । তবে ভারতে তাদের অনেক সমস্যার সধ্যে আছেন ।
সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সঙ্কটের বিষয়ে বলেন, এই সমস্যার শুরুটা যেহেতু মিয়ানমারের, সেহেতু তাদেরই সমাধান করতে হবে ।
এবিষয়ে তিনি বলেন, মিয়ানমারে নিপীড়নের স্বীকার হয়ে ১১ লাখের বেশি রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। তাদের ফেরতের উদ্যোগ নেয়া হলেও নিরাপত্তা নিয়ে আশঙ্কা থেকে তারা ফিরতে চাইছে না।