তাবিথের অভিযোগ তদন্তের নির্দেশ রিটার্নিং কর্মকর্তার

প্রকাশিত: 21/01/2020

নিজস্ব প্রতিবেদন :

তাবিথের অভিযোগ তদন্তের নির্দেশ রিটার্নিং কর্মকর্তার

গতকাল সোমবার রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম ৩৮নং ওয়ার্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী মোর্শেদ ও ২৬নং ওয়ার্ডের ম্যাজিস্ট্রেট মহুয়া আফরোজকে এ সংক্রান্ত চিঠি দেন।

চিঠিতে রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের অভিযোগ ৭২ ঘন্টার মধ্যে তদন্ত করে ব্যবস্থা নিতে ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন ।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন,  ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের অভিযোগের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন আমাকে নির্দেশ দিয়েছে।

কমিশনের চিঠি অনুযায়ী, ওই অভিযোগ তদন্ত করে ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছি।

আরও পড়ুন

×