প্রকাশিত: 21/01/2020
আজ মঙ্গলবার রাজধানীর গাবতলী এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর এক দফা হামলা হয় ।
হামলার পর প্রতিক্রিয়া জানিয়ে তাবিথ আউয়াল বলেন, যতই হামলা হোক, আমাদের দমিয়ে রাখা যাবে না ।সুশৃঙ্খলভাবে নির্বাচনী প্রচার চালিয়ে যাব ।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে ডুকে গণসংযোগ শুরু করলে তাদের উপর লাঠিসোঁটা নিয়ে একদল লোক হামলা করে । এতে তাবিথ আউয়ালসহ তাঁর সঙ্গে থাকা ১০- ১২ জন কর্মী ও সমর্থক আহত হন ।
হামলার পরপরই তাবিথ আউয়াল অভিযোগ করেন, ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী মুজিব সারোয়ারের (ঠেলাগাড়ি প্রতীক) নেতৃত্বে এই হামলা হয়।
তাবিথের বক্তব্য শেষ হতে না হতেই আবার ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাঁদের ওপর হামলা করে প্রায় ২৫ থেকে ৩০ জন ব্যক্তি।
ঘটনাস্থলে উপস্থিত বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের ওপর দুই দফা হামলা হয়েছে। আমাদের প্রার্থীসহ ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।’
হামলার পর ওই এলাকা ত্যাগ করে ১১ নম্বর ওয়ার্ডের দিকে চলে যান তাবিথ ও তাঁর সঙ্গে থাকা কর্মী-সমর্থকেরা।