প্রকাশিত: 21/01/2020
আজ মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে শাসকগোষ্ঠীর সন্ত্রাসী বাহিনী ততই হিংস্র ও বেপরোয়া হয়ে উঠছে।
এসময় নির্বাচনকে সুষ্ঠু ও ভয়ভীতিমুক্ত করতে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
ফখরুল আরও বলেন, দেশ এখন গণতন্ত্রহীন, জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই সরকার বিরোধী দল ও মতকে গ্রাহ্য করতে করে না ।
ক্ষমতার দাপটে ত্রাস সৃষ্টির মাধ্যমে ভোট ডাকাতি ও ভোট কারচুপি করে গোটা দেশকে নিজেদের সম্পত্তি বানাতে চায় তারা।
উল্লেখ্য. আজ মঙ্গলবার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল উত্তর সিটির ৯ নম্বর ওয়ার্ডে ডুকে গণসংযোগ শুরু করলে তাদের উপর লাঠিসোঁটা নিয়ে দুই দফা হামলা চালানো হয়। হামলায় তাবিথ আউয়ালসহ তাঁর সঙ্গে থাকা ১০- ১২ জন কর্মী ও সমর্থক আহত হন ।