জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

প্রকাশিত: 24/01/2020

নিজস্ব প্রতিবেদন :

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া পৌঁছেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

আজ শুক্রবার সকালে ১০ টা ৩০ মিটিটের সময় শেখ হাসিনাকে বহনকারী বিশেষ হেলিকপ্টার টুঙ্গিপাড়ায় অবতরণ করেন ।

এর পর ১১ টার সময় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি কমপ্লেক্সে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে সেখানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।

এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান জানান, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ।

আরও পড়ুন

×