প্রকাশিত: 25/01/2020
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে যুব জাগপা আয়োজিত আলোচনা সভায় জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ইভিএমে ভোট চ্যালেঞ্জের সুযোগ নেই , পৃথিবীর অন্যান্য দেশে ইভিএম ভোট আদায়ের পর সন্দেহ হলে চ্যালেঞ্জ করা যায় । কিন্তু আমাদের দেশে সেই পদ্ধতি নেই ।
ইভিএমের বিরোধীতা করে মান্না বলেন, প্রথম যখন ইভিএম চালুর কথা বলেছে তখনো এর বিরোধীতা করেছি, এখনও করছি ।
আমরা আমাদের রুমে একটা ফ্যান লাগাই বাতাস পাওয়ার জন্য, আমরা এটাকে যে ভাবে নিয়ন্ত্রন করবো সেটা ওই ভাবে চলেবে। তেমনই ইভিএম যেমন করে বানিয়েছে সেভাবে আমার কমান্ড শুনবে ।
আপনি যতই ধানের শীষে ভোট দেন না কেন, আমি যদি ভেতরে কমান্ড দিয়ে রাখি তিনটি টিপ দিলে দুটি নৌকায় যাবে আর একটা ধানের শীষে যাবে, আপনার কিছু করার আছে ? আপনার কাছে কোন প্রমাণ নেই আপনি কোথায় ভোট দিলেন ।
এসময় মাহমুদুর রহমান মান্না বলেন, দুই সিটির সব ভোটারও যদি বিএনপি প্রার্থীকে ভোট দেয় তা হলেও ইভিএম তাদের জিততে দেবে না ।